আগামী ১৪ই জুন শুরু হচ্ছে এবারের বিশ্বকাপ ফুটবল আসর। রাশিয়ার মোট ১১টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের মোট ৬৪টি ম্যাচ। তো জেনে নেই বাংলাদেশ সময় অনুযায়ী বিশ্বকাপ ফুটবল-২০১৮ এর পূর্ণাঙ্গ ফিকশ্চার রাশিয়া বিশ্বকাপের আট গ্রুপ: গ্রুপ ‘এ’: রাশিয়া, সৌদি আরব, মিশর, উরুগুয়ে গ্রুপ বি’: পর্তুগাল, স্পেন, মরোক্কো, ইরান গ্রুপ ‘সি’: ফ্রান্স, অস্ট্রেলিয়া, পেরু, ডেনমার্ক গ্রুপ ‘ডি’: আর্জেন্টিনা, আইসল্যান্ড, ক্রোয়েশিয়া, নাইজেরিয়া গ্রুপ ‘ই’: ব্রাজিল, সুইজারল্যান্ড, কোস্টারিকা, সার্বিয়া ‘এফ’: জার্মানি, মেক্সিকো, সুইডেন, কোরিয়া রিপাবলিক (দক্ষিণ কোরিয়া) গ্রুপ ‘জি’: বেলজিয়াম, পানামা, তিউনিশিয়া, ইংল্যান্ড গ্রুপ ‘এইচ’: পোল্যান্ড, সেনেগাল, কলম্বিয়া, জাপান সময়সূচী ম্যাচ-১. ১৪ জুন: রাশিয়া-সৌদি আরব (রাত ৯টা) ম্যাচ২. ১৫ জুন: মিশর-উরুগুয়ে (সন্ধ্যা ৬টা) ম্যাচ-৩. ১৫ জুন: মরক্কো-ইরান (রাত ৯টা) ম্যাচ-৪. ১৫ জুন:পর...