মরণ খেলা ওভারটেকিং

◼বর্তমানে সময়ে একটি ভয়াবহ গেম হল #ওভারটেকিং!

যাত্রীভর্তি একটি বাস যখন রাস্তায় নামে তখন তার উদ্দেশ্য থাকে যাত্রীদের জীবন ও মালামালের নিরাপত্তা বজায় রেখে নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়া। আর এখন কি হচ্ছে???

◼ কিছু অসাধু চক্র বাসের সামনে ক্যামেরা বসিয়ে ভয়াবহ গেম ওভারটেকিং খেলা শুরু করেছে।
 আবার তা নিজেদের পাবলিসিটি বা ইনকামের জন্য ইউটিউবে দিচ্ছেন!!!
বাস ভর্তি যাত্রীদের জীবন বাজি রেখে আপনারা যে খেলা শুরু করেছেন এটা কি উচিত??

 ◼একটা বাস বিপজ্জনকভাবে রাস্তায়ে রেস করতে পারেন, এটাই কি ড্রাইভার দক্ষতা বলেন???
এমন দক্ষতা দিয়ে কি হবে যদি জীবনী না থাকে???
 ◾একটু পিছনে দিকে তাকালে আমরা অতীতের ঘটে যাওয়া ঘটনা দেখে দেখতে পারি ( দুই বাসের চাপায় হাত কাটা গেল আমার এক ভাইয়ের শেষমেশ কি হলো বাঁচাতে পারেনি ভাইকে )। এই এক্সিডেন্ট এর একমাত্র কারণ ছিল ওভারটেকিং।

তাই ভাই ও বোনেরা এই পোষ্টটি করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে:-একজন যাত্রী হিসেবে সচেতন হওয়া আপনার একান্ত জরুরী,নিয়ন্ত্রনহীন গাড়ি চালালে অবশ্যই চালককে বাধা দিতে হবে।

 ◼ বর্তমান সময়ে বাসের ভিতরে এমন কিছু ঘটনা ঘটেছে যা অবশ্যই সচেতন হওয়ার অবকাশ রাখে,ইতিমধ্যে অনেক ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে আপনারা হয়েতো দেখেছেন।তাই সময় বা জীবন থাকতে সাবধান হোন।

 ⬛ কোন #ভুলত্রুটি হলে অবশ্যই #ক্ষমার #দৃষ্টিতে দেখবেন।

#ভিডিও:- Youtub
#লেখা:- আমার।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাড়ির ছাদে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা তুলছেন নিয়ম জানেন কি?

আমরা যে ভাবে দেখি মানুষকে......

Hip Hop Police 2 by Tabib