বাড়ির ছাদে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা তুলছেন নিয়ম জানেন কি?
যেহেতু সামনে ফুটবল বিশ্বকাপ....... তাই যে যার ফেভারিট দলগুলো পতাকা তোলার জন্য প্রস্তুুতি শুরু করে দিয়েছেন এখনই!!! আপনি যে বাড়ির ছাদে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা তুলছেন....... নিয়ম জানেন কি? চলেন দেখে আসি :) বাংলাদেশে বিদেশী পতাকার ব্যবহার:- অন্য কোনো দেশের পতাকার সঙ্গে বাংলাদেশের পতাকা উত্তোলনের ক্ষেত্রে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হবে এবং সবশেষে নামানো হবে। দুই বা ততোধিক দেশের পতাকা হলে ভিন্ন ভিন্ন দণ্ডে উত্তোলন করতে হবে এবং পতাকাগুলোর পরিমাপ প্রায় একই হবে। বাংলাদেশের পতাকার ওপরে অন্য কোনো পতাকা বা রঙিন পতাকা ওড়ানো যাবে না। আর্জেন্টিনা বা ব্রাজিল কিংবা ইতালী-সৌদি আরব যেই হোক না কেন, এসব পতাকা উড়ানো আইনগতভাবে নিষেধ। (১) বাংলাদেশে অবস্থিত কূটনৈতিক মিশনসমূহের চ্যান্সারী ভবন এবং কনস্যুলার অফিসসমূহে বিদেশের ‘জাতীয় পতাকা’ উত্তোলন করা যাইতে পারে। অধিকন্তু, কূটনৈতিক মিশনসমূহের প্রধানগণ তাঁহাদের সরকারী ভবন এবং মোটর গাড়ীতে তাঁহাদের ‘জাতীয় পতাকা’ উত্তোলন করিতে পারিবেন। (২) বাংলাদেশে রাষ্ট্রীয় ভ্রমণকালীন সময়ে নিম্নবর্ণিত শ্রেণীর সম্মানিত বিদে...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন