Hip Hop Police 2 by Tabib

১/  এই বাংলাদেশ এর সমাজের বাস্তব প্রতিফলন হলো গানটিতে। সরকারি বল বেসরকারি বলে প্রতিটি খাতে দুর্নীতি।
মস্ত বড় ডিগ্রী নিয়ে, ব্রিফকেস ভর্তি সার্টিফিকেট বগলদাবা করে ঘুরছে অলিতে-গলিতে শুধুমাত্র চাকরির আশায়। মামা খালু টাকা নেই চাকরিও নেই।

কর্পোরেট সেই বড় অফিসার থেকে নিম্ন স্তরের সরকারি কর্মচারী পাগল ঘুষের নেশায়, কেনই হবেনা এই চাকুরি নামের সোনার হরিণ কিনে নিতে হয়েছে ব্রিফকেস ভর্তি টাকা দিয়ে, ইনভেস্ট করছে তো সুদে-আসলে তুলতে হবে না!!! আজ সেই ঘুষ খাওয়া অফিসারটি যখন তার পেনশনের টাকা তুলতে যায়, হায় হায় সেখানেও তাকে ঘুষ দিতে হয় টাকা তুলতে, নিয়তি তাকে রেখেছে বেঁধে ঘুষের শৃংখলে। এই ধরনের মানসিকতাই পিছিয়ে রেখেছে আমাদের সমাজকে।

২/ বর্তমানে বাংলাদেশের লাখ লাখ গ্রাজুয়েট ছেলে ঘুরছে হাতে ফাইল নিয়ে চাকরির জন্য। যদি চাকরি দিতে না পারেন কি দরকার গ্রাজুয়েশন দেওয়ার। বিসিএস নামের সোনার হরিণের নেশায় পাগল আজ প্রজন্ম শুধু ছুটছে ঘোড়ার মতন। কৃষকের ছেলে মাঠে যায় না ইজ্জত যাবে বলে।হায় হাই যদি কৃষক ই  না থাকে পেটের অন্যকে ফলাবে মাঠে। কিনে নিতে হবে সেই বিদেশ থেকে। যত দুর্নীতিবাজ শিক্ষিত মানুষগুলি যারা কলমের আগায় দুর্নীতি করে কোটি কোটি টাকা।

৩/ সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়ে কারিগরি শিক্ষার চালু করা হোক অন্তত কর্মদক্ষ জনগণ হবে দেশের সম্পদ। শুধু শুধু ডিগ্রী দিয়ে কি আর পেটের ভাত আসবে। আজ চায়নার দিকে চেয়ে দেখো জনশক্তিকে করেছে জনসম্পদ। 

Hiphop Police part 2 by tabib
https://youtu.be/k7HUO0VUBmM

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাড়ির ছাদে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা তুলছেন নিয়ম জানেন কি?

আমরা যে ভাবে দেখি মানুষকে......