ফুটবল বিশ্বকাপ ২০১৮ বাংলাদেশ সময়সূচি-Football World Cup 2018 Schedule
আগামী ১৪ই জুন শুরু হচ্ছে এবারের বিশ্বকাপ ফুটবল আসর। রাশিয়ার মোট ১১টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের মোট ৬৪টি ম্যাচ। তো জেনে নেই বাংলাদেশ সময় অনুযায়ী বিশ্বকাপ ফুটবল-২০১৮ এর পূর্ণাঙ্গ ফিকশ্চার রাশিয়া বিশ্বকাপের আট গ্রুপ: গ্রুপ ‘এ’: রাশিয়া, সৌদি আরব, মিশর, উরুগুয়ে গ্রুপ বি’: পর্তুগাল, স্পেন, মরোক্কো, ইরান গ্রুপ ‘সি’: ফ্রান্স, অস্ট্রেলিয়া, পেরু, ডেনমার্ক গ্রুপ ‘ডি’: আর্জেন্টিনা, আইসল্যান্ড, ক্রোয়েশিয়া, নাইজেরিয়া গ্রুপ ‘ই’: ব্রাজিল, সুইজারল্যান্ড, কোস্টারিকা, সার্বিয়া ‘এফ’: জার্মানি, মেক্সিকো, সুইডেন, কোরিয়া রিপাবলিক (দক্ষিণ কোরিয়া) গ্রুপ ‘জি’: বেলজিয়াম, পানামা, তিউনিশিয়া, ইংল্যান্ড গ্রুপ ‘এইচ’: পোল্যান্ড, সেনেগাল, কলম্বিয়া, জাপান সময়সূচী ম্যাচ-১. ১৪ জুন: রাশিয়া-সৌদি আরব (রাত ৯টা) ম্যাচ২. ১৫ জুন: মিশর-উরুগুয়ে (সন্ধ্যা ৬টা) ম্যাচ-৩. ১৫ জুন: মরক্কো-ইরান (রাত ৯টা) ম্যাচ-৪. ১৫ জুন:পর...