4G চালু হচ্ছে আজ থেকে।✅✅ কিন্তু কীভাবে জানব আমার ফোন এবং সিম ফোরজি কি না? এ সমস্যার সমাধান পাব আমরা আমাদের মোবাইল থেকেই!! সিমটি ফোরজি কি না, সেটি বিনা মূল্যে জানা যাবে নিজের সিম থেকেই।। মোবাইল সিম কোম্পানি কিছু নম্বর দিয়েছে, যা ডায়াল করে এবং মেসেজের মাধ্যমে জানতে পারব।ডায়াল বা মেজেস করার পর ফিরতি মেসেজে জানিয়ে দিবে সিমটি কি না। এরই মধ্যে আবার হয়ত মোবাইল অপারেটরগুলো ফোরজি সেবা পেতে 4G আগ্রহী ব্যক্তিদের গ্রাহকসেবা কেন্দ্রে গিয়ে সিম বদলে নেওয়ার জন্য মেসেজ পাঠিয়েছে। ফোরজি (4G) সেবা পেতে হলে যা যা করতে হবে— ফোরজি সেবা পেতে হলে সিমকার্ড ও হ্যান্ডসেটটি এ 4G উপযোগী হতে হবে। সিমটি ফোরজি কি না, সেটি বিনা মূল্যে জানার সুযোগ আছে। • গ্রামীণফোন ব্যবহারকারীরা মোবাইল ফোন থেকে *121*3232# ডায়াল করলেই ফিরতি মেসেজে সিমটি ফোরজি কি না, তা জানতে পারবেন। • রবির গ্রাহকদের এ জন্য ডায়াল করতে হবে *123*44#। • বাংলালিংকের গ্রাহকেরা মোবাইল ফোন থেকে 4G লিখে 5000 নম্বরে মেসেজে পাঠালে ফিরতি মেসেজে ফোরজি সিমের বিষয়ে তথ্য পাবেন। • টেলিটক তাদের ব্যবহারকারীদের জন্য এখনো এ ধরনের কোনো সেবা চালু করেনি। •এয়ারটেল