ফেসবুকে ঘোষণাপত্র গুজব
ইদানিং ফেসবুকে দেখা যাচ্ছে ঘোষণাপত্র নাম দিয়ে নতুন বিভ্রান্ত মুলক পোস্ট শেয়ার হচ্ছে। এটি সম্পূর্ণ মিথ্যা ও scam খবর। যা দেওয়ার তো তা আগেই দিয়ে ফেলছেন!! লক্ষ্য করলে দেখতে পারবেন অনলাইনে যখন নতুনভাবে কোন অ্যাকাউন্ট কোন সাইডে তৈরি করতে যান তখন সেখানে কিছু ট্রাম এন্ড কন্ডিশন দেখায়, এই টার্মস এন্ড কন্ডিশন মূলত আপনার থেকে কি কি তথ্য তারা নিবে, আপনাকে কি কি তথ্য বা সেবা দেবে তা সঠিকভাবে বর্ণনা করা থাকে। ওখানে উল্লেখ করা থাকে বিজনেস এনালাইসিস পলিসি মেন্টেন করার জন্য আপনার ইমেইল আইডি, ছবি, লোকেশন, ব্রাউজিং হিস্টরি তারা কালেক্ট করবে। ধুরু শুধু এই একটা কথাই বলবো যেদিন থেকে আপনি একটা জিমেইল আইডি খুলছেন ঐদিন থেকে আপনার চৌদ্দগুষ্টির হিস্টরি গুগলের কাছে জমা দিয়ে আসছেন। ইন্টারনেট জগতে প্রাইভেসি বলতে বাইনারি 0 আর 1 এতটুকু ডিফারেন্স, যতক্ষণ নিজের সেফে রাখবেন ততক্ষনই সেইফ, সামান্য একটু ত্রুটি হবে তখনই সব ফাঁস। এর জন্য হোয়াইট হাউসে এখনো 50 বছর পিছনের প্রযুক্তি ব্যবহার হয়, সেই টাইপরাইটার আর কাগজের খাম। 😁